২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

করোনায় মারা গেলেন তামিল সিনেমার প্রযোজক স্বামীনাথন

তামিল সিনেমার প্রখ্যাত প্রযোজক ভি স্বামীনাথন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এক পরিচালক।

তিনি বলেন, ভি স্বামীনাথনের লক্ষ্মী মুভি মেকার্স ইন্ডাস্ট্রির অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান। আমি এই ব্যানারটির একটি সিনেমা পরিচালনা করেছি। আমার প্রিয় বন্ধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি একজন ভালো বন্ধু ও প্রযোজক হারালাম। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইলো।

ভি স্বামীনাথন যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতেন। কামাল হাসানের ‘আনবে সিভাম’, ধানুশের ‘পুধুপেত্তাই’ ও বিজয়ের ‘প্রিয়ামুদান’ ও ‘বাগাবাথি’সহ বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন তিনি।

প্রযোজনা ছাড়াও তিনি বিশেষ চরিত্রে তামিল সিনেমায় অভিনয়ও করেছেন। ‘ভাদিভেলু’ সিনেমার কমেডি দৃশ্যে অভিনয় করে স্বামীনাথন বেশ পরিচিতি পান।

(Visited ১২ times, ১ visits today)

আরও পড়ুন

ক্যামেরার পেছনেও কাজ করার পরিকল্পনা রয়েছে: আজম খান
নিষিদ্ধ হলো শিয়াদের বির্তকিত ‘লেডি অভ হ্যাভেন’সিনেমা
বসুন্ধরা ডিজিটাল এ নতুন নাটক ‘মিডল ক্লাস লাভ স্টোরি’
চলচ্চিত্রের বিকাশ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় সহায়ক
আলী কুলি মির্জার সাথে এপিরাসের নতুন গান ‘তুরা তুরা’!
স্বামী নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ
অভিনেত্রী শমী কায়সারকে মানহানির মামলা থেকে অব্যাহতি
দীঘির সিনেমার ট্রেলার নিয়ে সমালোচনা, জবাবে যা বললেন নির্মাতা