২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

দশ নম্বরে নেমে ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

দশ নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মার্শান্ট ডি ল্যাঙ্গে। এটিই কাউন্টির রেকর্ড।

বব উইলিস ট্রফিতে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে দলের দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়া সেঞ্চুরিটির দেখা পেয়েছেন এ প্রোটিয়া পেসার।

প্রথম ইনিংসে ৭৩ রানে পিছিয়ে থাকা গ্ল্যামারগন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানেই হারিয়ে ফেলে ৮ উইকেট। এরপরই ডি ল্যাঙ্গের ওই তাণ্ডব। ড্যান ডাউথওয়েটকে নিয়ে তিনি নবম উইকেট জুটিতে গড়েন ১১৮ বলে ১৬৮ রানের জুটি।

ডি ল্যাঙ্গের ঝড়ো সেঞ্চুরিটি ৯টি ছক্কা ও ৬টি চারে সাজানো। তার সঙ্গী ডথওয়েট নিজের কাউন্টি সেরা ৮৬ রানের ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ডি ল্যাঙ্গে আউট হন ৭৮ বলে ১১৩ রান করে। গ্ল্যামারগনের হয়ে দশে নেমে এটাই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

শেষ পর্যন্ত গ্ল্যামরগনের ইনিংস ২৬১ রানে শেষ হয়। জবাবে ৬২ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে নর্থ্যাম্পটনশায়ার।

এর আগে গত ২২ আগস্ট শুরু হওয়া চার দিনের এই ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা গ্ল্যামরগন প্রথম ইনিংসে ২৫৯ রান করে। সেই ইনিংসে অবশ্য ডি ল্যাঙ্গে ব্যক্তিগত শূন্য রানে আউট হন। পরে নর্থ্যাম্পটনশায়ার নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে। মঙ্গলবার (২৫ আগস্ট) ম্যাচের শেষ দিন জয়ের জন্য নর্থ্যাম্পটনশায়াকে আরও ১২৭ রান করতে হবে। হাতে রয়েছে ৯ উইকেট। যেখানে ১৮৯ রানের টার্গেট দিতে পেরেছিল গ্ল্যামরগন।

মজার ব্যাপার হচ্ছে, ঝড়ো সেঞ্চুরি হাঁকানোর আগে ৮৪টি প্রথম শ্রেণির ম্যাচে ডি ল্যাঙ্গের ব্যাটিং গড় ছিল মাত্র ১৫.৫, ফিফটি ৩টি। আগের সর্বোচ্চ ইনিংস ৯০ রানের। তবে সেবারও নয় নম্বরে নেমে ৪৫ বলে ৯০ রান করেছিলেন তিনি। ছক্কা হাঁকিয়েছিলেন ৮টি।

ডি ল্যাঙ্গে ক্রিকেট বিশ্বে তেমন পরিচিত কেউ নন। কিন্তু ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। কিন্তু এরপর চোট, ফর্মহীনতার কারণে ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি। ২ টেস্ট, ৪ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ঝুলিতে পুরে থেকে আছে ২৯ বছর বয়সীর আন্তর্জাতিক ক্যারিয়ার।

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ