২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

প্রতি ১৫ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছে একজন

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত সাত লাখ চার হাজার ৪৩৮ জন মানুষ মারা গেছে। সে হিসাবে গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু হয়েছে। এ খবর দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের ডিসেম্বর মাসে চীনে প্রথম করোনাভাইরাস দেখা দেয় এবং এরপর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে এক কোটি ৮৭ লাখ আট হাজার ৬৮৫ জন আক্রান্ত হয়েছে।

গত দুই সপ্তাহের তথ্যের আলোকে রয়টার্স বলছে, বিশ্বে প্রতি ২৪ ঘণ্টায় ৫,৯০০ মানুষ মারা যাচ্ছে। সে হিসাবে বিশ্বে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ২৪৭ জন মানুষ। এই হিসাবে প্রতি ১৫ সেকেন্ডে মারা যাচ্ছে একজন মানুষ।

আমেরিকায় করোনা
আমেরিকা, ব্রাজিল, ভারত ও মেক্সিকো এখন মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে। এই মুহূর্তে আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলো হচ্ছে করেনোভাইরাসের মূল কেন্দ্র। যদিও বিশ্বের কোনো কোনো অংশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমেছে তবে নতুন করে করোনায় আক্রান্তের রেকর্ডও হয়েছে। এ অবস্থায় মনে হচ্ছে- করোনা-বিরোধী লড়াই শেষ হতে অনেক দেরি হঃবে।

বর্তমানে লাতিন আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। এ অঞ্চলে মারা গেছে দুই লাখ ছয় হাজার মানুষ যা মোট মৃত্যুর শতকরা ৩০ ভাগ। আমেরিকার পর ব্রাজিল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে মারা গেছে ৯৫ হাজার ৮১৯ জন। ওই এলাকায় মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছে; যেখানে মারা গেছে ৪৮ হাজার ৮৬৯ জন মানুষ।#

(Visited ১২ times, ১ visits today)

আরও পড়ুন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা শোনেননি: বাইডেন
নিষিদ্ধ হলো শিয়াদের বির্তকিত ‘লেডি অভ হ্যাভেন’সিনেমা
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সামনে গুলিতে নিহত ২
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার বিরুদ্ধে মামলা
চাদে স্বর্ণখনি শ্রমিকদের সংঘর্ষে নিহত ১০০
তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হওয়া লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স
জুন থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন