২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইতোমধ্যে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটির বেশি মানুষ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। বিশ্বব্যাপী মোট ৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ জনের মৃত্যু হয়েছে।

মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ৮৯ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক চতুর্থাংশ। দেশটিতে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার ৪২৫ জন।

করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩০ লাখ ৫৭ হাজার ৪৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসে মারা এক লাখ ১ হাজার ৭৫২ জন।

আর করোনার বেশি আক্রান্তের দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশর প্রতিবেশী ১২৫ কোটি জনসংখ্যার দেশ ভারত। দেশটিতে ইতোমধ্যে ২২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং পেরুতে এখন পর্যন্ত চার লাখের বেশি করে মানুষ করোনায় আক্রান্ত। এদিকে, করোনায় মেক্সিকো, যুক্তরাজ্য, ভারত, ইতালি এবং ফ্রান্স প্রতিটি দেশে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বে গত কয়েক মাস ধরে করোনার নতুন সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। ২৮ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মাত্র ৪৩ দিন পরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

(Visited ২১ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ