বিজ্ঞানের অগ্রযাত্রা সর্বত্র। বর্তমান সময়ে বিজ্ঞানে পিছিয়ে থাকা মানে সবক্ষেত্রে পিছিয়ে থাকা। তাই বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আয়োজন করা হয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তারপরই বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন। প্রতিযোগিতায় প্রথম হয় মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয় বড়হিত উচ্চ বিদ্যালয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) সাঈদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল সহ আরও অনেকেই।
মো: জাকির হোসেন বলেন, সভ্যতার শুরু থেকে আজ অবদি বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে। বিজ্ঞান মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এসময় তিনি বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।