১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

মাদক সেবনের আসরে অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকের আসরে অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন,বৃদেবস্থানের মৃত অমূল্য দে’র ছেলে ভানু দে (৬৫)। ভাটিরচর নওপাড়া গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান(২৯) এবং মমরেজপুর গ্রামের সালাম মিয়ার ছেলে মুখলেছ মিয়া(২২)।

এসময় ভানু দে কে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়। বাকি দুইজনকে, ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট,সহকারী কমিশনার(ভূমি) সাঈদা পারভীন।

সাঈদা পারভীন বলেন, ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

(Visited ৫২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ