২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর পরশুরাম ও ফুলগাজী ইউএনও’র নিরাপত্তা জোরদার, সশস্ত্র আনসার মোতায়েন

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নিরাপত্তা জোরদার, সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতারের বাসভবনে শুক্রবার সন্ধা থেকে কার্যালয় ও বাসায় ৪জন সশস্ত্র আনসার মোতায়েন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবেয়া সুলতানা।

তিনি আরো জানান, ইউএনও অফিস ও সরকারি বাসার নিরাপত্তায় আপাতত ৪জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধা থেকে থেকেই তারা যথারীতি ২৪ ঘন্টা দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

একে ভাবে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের বাসভবনে শুক্রবার সন্ধা থেকে কার্যালয় ও বাসায় ৪জন সশস্ত্র আনসার মোতায়েন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রিক্তা হাজারী।

জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার পর থেকে সারাদেশে ইউএনওদের নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সরকারি নির্দেশনায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও বাসায় এ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার তাঁর নিরাপত্তা জোরদার, সশস্ত্র আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিক করেছেন।

জানা যায়, ফেনী জেলার ৬ টি উপজেলার ইউএনও বাসা ও অফিসে আনসার মোতায়েন করা হয়েছে।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ