২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে ভারত: ডা. জাফরুল্লাহ

ভারতকে শক্তিশালী বার্তা দেয়া উচিত। কারণ তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে’ এমন মন্তব্য করেছেন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ভারত নজর দিয়েছে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়। যে কারণে তারা ষড়যন্ত্র করছে। আর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা আন্তর্জাতিক নিয়মাবলী না মেনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের বর্তমান আচরণ মেনে নেয়া যায় না। ভারতেকে একটি ফাইনাল ওয়ার্নিং দেয়া প্রয়োজন। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। চলুন সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।

এসময় তিনি ‘ভারতকে আধিপত্যবাদী মনোভাবের জন্য শিক্ষা দিতে’ ট্রানজিট সুবিধা বন্ধ করে দিতে সরকারকে পরামর্শ দেন।

জাফরুল্লাহ বলেন, ভারত সুকৌশলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুলশানে ‘বন্দি’ এবং শেখ হাসিনাকে আমলা ও ‘র’ এর অনুসারীদের দ্বারা ‘আবদ্ধ’ করে রেখেছে। এই অবস্থা চলতে পারে না। ভারতকে অবশ্যই আমাদের উপযুক্ত জবাব দিতে হবে।

(Visited ৭ times, ১ visits today)

আরও পড়ুন

কুমিল্লার মেয়র হলেন আরফানুল হক রিফাত
তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ হাসান ছোটন
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন : ওবায়দুল কাদের
তারেকের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ
বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে আহ্বান
শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য অবসানে প্রতিবাদ সমাবেশ
আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয়
‘বিএনপি নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপারের নির্দেশের অপেক্ষায় থাকে’