২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

লালমনিরহাটে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট গামী কমিউটার ট্রেনের সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, বেলা ১২টায় বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে লালমনিরহাট যাচ্ছিলো। পরে স্টেশন থেকে ৭শ’ মিটার দূরে ঘুন্টি নাম স্থানে পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতেই ট্রেন এবং ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়।

বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

(Visited ১৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ