১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

‘পুলিশই জনতা জনতাই পুলিশ’

সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব জন্মশতবার্ষিকীতে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়েই সবসময় কাজ করছে এবং তা চলমান থাকবে।
ওপেন হাউজডের মূল লক্ষ্যই হচ্ছে কমিউনিটির সাথে সরাসরি পুলিশের সম্পর্ক রক্ষা।

সামনে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে যেন অনুুষ্ঠিত হয় তা বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান বেশ দৃঢ়।
মাদক,চাঁদাবাজ ও কিশোর অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতেই আমরা বদ্ধ পরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেলের মোঃ খোরশেদ আলম বলেন, সোস্যাল মিডিয়া ভাইবার,ইমু,ওয়াটস্আপ এখন মাদকের চেয়েও ভয়ানক নেশা। আপনার সন্তানদের খোঁজ খবর নেন, সোস্যাল মিডয়া থেকে যত সম্ভব দূরে রাখুন।

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। রাষ্ট্রের নিরাপত্তায় আমরা সর্বধা সজাগ আছি। আপনাদের নিরাপত্তায়ও যে কোন সহযোগিতা পুলিশ তাৎখানিক সমাধান দিবে। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ, অপারেশন ইন্সপেক্টর রুবেল তালুকদারসেকেন্ড অফিসার পন্কজ কান্তি সরকার, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’