১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

স্বাস্থ্য বিধি মেনে খুলছে জবির উন্মুক্ত পাঠাগার

স্বাস্থ্য বিধি মেনে দীর্ঘ ৬ মাস পর আবারও খুলতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর উন্মুক্ত পাঠাগার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শিক্ষার্থীরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পাঠাগারে অধ্যায়নের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মুঠোফোন আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খোলা থাকবে শুধুমাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুম দুটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, অনলাইন ক্লাস করতে অনেকের নেট সমস্যা, ক্যাম্পাসে যেহেতু ওয়াইফাই আছে পাঠাগারে বসে ক্লাস করতে পারবে, তাছাড়া কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আসে তারাও পড়ালেখা করতে পারবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে সবাই পড়ালেখা করতে পারবে। পাঠাগার খোলাতে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার মধ্যে থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বারান্দায় বসে বসে পড়াশুনা করে, এর মধ্যে অনেক সময় বৃষ্টির কবলে পড়তে হয় তাদের তাই তারা যাতে সুন্দর ভাবে পড়াশুনা করতে পারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছোট দুটি রুম খোলার সিদ্ধান্ত হয়েছে। সবাই সবার থেকে দূরে দূরে বসে পড়াশুনা করবে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে।

(Visited ১৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ