৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৪

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন মেঘনা পুরাতন ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সেখান থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ২৯০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকারসহ অবৈধ অস্ত্রধারী কুখ্যাত ও দুর্র্ধর্ষ সন্ত্রাসী রিটু প্রধান (৩২) ও তার দুই সহযোগী আলামিন প্রধান (৩৮) এবং মোঃ আলমগীর হোসেন প্রধান (২৮) নামের তিনজনকে আটক করেন। আটককৃতদের সবার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী রপ্তানি পণ্যের গাড়ি লুট/ডাকাতি,চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, চোরাকারবারি, আন্তঃ বাহিনী ট্রাক সমিতির নামে চাঁদা আদায়, ভূমি দস্যুতা, মেঘনা ঘাট এলাকায় চোরাই তেল, সার, কয়লা ও পাম অয়েল সয়াবিনের অবৈধ ব্যবসা করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাসহ ১৫ টি নিয়মিত মামলা ছাড়াও বিভিন্ন থানায় অপহরণ, ছিনতাই, মারামারি, ও মাদক বিষয়ক মামলা রয়েছে। তারা মূলত অস্ত্রধারী সন্ত্রাসী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস করত না এবং কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি করত।

এই বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে র‌্যাব এর পক্ষ থেকে।

(Visited ২৮ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ