পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে (রবিবার) মধ্যরাতে পার্শবর্তী এক শহুরে চাকরিজীবীর স্ত্রীর সাথে এই অনৈতিক পরকিয়ায় যুক্ত হয় নবিন প্যাদা (৪০) নামে এক ব্যাক্তি তারপর স্থানীয় জনগণ টের পেয়ে সংঘবদ্ধ ভাবে গিয়ে হাতেনাতে ধরার পরে গণধোলাই দেয়।
এ সময় তার বিরুদ্ধে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেম এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এই অনৈতিক কর্মকান্ডে জড়িত অভিযুক্ত নবিন প্যাদা। তাকে রবিবার মধ্যরাতে ওই ঘরে প্রবেশ করতে দেখে কিছু লোক তারা সন্দেহ করে তার পিছু নিলে তারা এই অনৈতিক কর্মকান্ড দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে তাকে জনগণ গণধোলাই দিয়েছে এতে তিনি আহত হয়েছে। এবং স্থানীয় জনগণ তাকে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত নবিন প্যাদা চরমোন্তাজ ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রামের মোঃ নুরু প্যাদার ছেলে।
এবিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবিনকে উদ্ধার করেছি।