শ্রীনগরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার দুপুর পৌনে ২টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রীনগর উপজেলা সভাপতি হাবিবুর রহমান সুমনের সভাপতিত্বে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ শেষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রীনগর, কোলপাড়া ও রাঢীখাল ইউনিয়ন মোট ৩টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা সুজন শিকদার, বাবু মৃর্ধা, ফারুক মৃর্ধা, বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবিন শিকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্যারট, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনি খান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি আল আমিন শেখ, সোহাগ, সাধারন সম্পাদক শেখ অহিদ, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান আকাশ, আলভি শেখ, সাংগঠনিক সম্পাদক অপু মৃর্ধা, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মুনছুরুল হাসান কুতুব, রাঢীখাল ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক সৈকত খান, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সাব্বির হাসান সানী প্রমুখ।