২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

কালীগঞ্জে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া ভূয়া ওসি গ্রেফতার!

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে গ্রেফতার হওয়া ভূয়া তদন্ত ওসি ওসমান (৩৫)’র বিরুদ্ধে।

সে ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ উপজেলার রাজনগর এলাকার রুশমত আলীর ছেলে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সু-কৌশলে কালীগঞ্জ থানা পুলিশ মীরের বাজার এলাকা থেকে ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়।

জানাযায়, মীরেরর বাজার এলাকায় থেকে দীর্ঘদিন যাবত প্রতারক ওসমান কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর, জামালপুর, জাংগালিয়া,

বক্তারপুর, তুমুলিয়া, নাগরী, পাশ^বর্তী কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ওসি (তদন্ত) পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মাদ্রাসার ভবন তৈরী, জমি দখল, টাকা উদ্ধারসহ বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক ভূয়া ওসি পরিচয় দান কারী ওসামান।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি এ.কে. এম মিজানুল হক বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সু-কৌশলে মীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ওসি পরিচয় দানকারী ওসমান নামের এক যুবককে আটক করা হয়েছে।

এ ব্যাপারে প্রতারণার অভিযোগে ওই ওসি (তদন্ত) পরিচয়দানকারীর নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

(Visited ৪২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ