২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিএসই সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে অনলাইনে এ কনটেস্ট শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কনটেস্টের পরিচালক সিএসই সোসাইটির আহ্বায়ক সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্ত্তী।

তিনি বলেন, শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা। আন্তঃবিশ্ববিদ্যালয়‚ অাঞ্চলিক ও দেশীয়- এই ধাপগুলো শেষে আন্তর্জাতিক পর্যায়ে তারা সাফল্যের ধারা অব্যাহত রাখতেই আমাদের আজকের আয়োজন। কনটেস্টটি অামাদের বিশ্ববিদ্যালয় ল্যাবে আয়োজনের কথা ছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। শুক্রবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪ ঘন্টা অনলাইনে এই কনটেস্ট চলবে। এতে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ব্যক্তি পর্যায়ের এ কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের ১১তম থেকে ১৪তম ব্যাচের যেকোনো শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ রয়েছে। কনটেস্টে বিজয়ী প্রথম তিনজনের পুরস্কারের পাশাপাশি অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হবে।

(Visited ১২ times, ১ visits today)

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ
বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই প্রাধ্যক্ষ নিয়োগ
হচ্ছে না জেএসসি-জেডিসি!
সকল স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ রাষ্ট্রপতি
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার ৮৬২
বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির