২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

গফরগাঁওয়ে বিধবা নারীকে লাঞ্চিত ও তার বাড়িতে হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিধবা নারীর বাড়িতে হামলা, মারধর ও নারীকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আদম ব্যবসায়ী সোহাগ ও তার পালিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার হাটপাড়া গ্রামে হাটপাড়া বাদল মার্কেটের সামনে গফরগাঁও-কান্দিপাড়া সড়কে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েক’শ গ্রামবাসী অংশ নেয় । মানববন্ধন চলাকালে ঘটনায় জড়িত আদম ব্যবসায়ী সোহাগ ও রউফসহ সোহাগের পালিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন উস্থি ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুল ইসলাম মাসুদ, উস্থি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ফেরদৌস আলী মাষ্টার. যুগ্ম আহবায়ক শেখ আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সবুজ সরকার, ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ূম, নির্যাতিতা বিধবার শাশুড়ি আয়েমা খাতুন প্রমুখ।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, হাটপাড়া গ্রামের সৌদি প্রবাসী মৃত কুদ্দুসের স্ত্রী শাহনাজ বেগম (৪০) সৌদি আরবে দুঘর্টনায় তার স্বামী মারা যাওয়ার ঘটনায় সৌদি সরকার কর্তৃক চার লাখ টাকা ক্ষতিপূরন পায়। এই টাকা নানা কৌশলে হাতিয়ে নেয় একই গ্রামের আদম ব্যবসায়ী সোহাগ। এই টাকা ফেরত পাওয়ার দাবীতে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের দ্বারস্থ হয় শাহনাজ বেগম।

এ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। এর জের ধরে গত বুধবার দিবাগত রাত একটার দিকে সোহাগ(৩৫), রউফ(৫০)সহ আরও ৩/৪ জন সশস্ত্র ব্যক্তি বিধবা শাহনাজ বেগমের বাড়িতে হামলা চালিয়ে শাহনাজ বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় এনে এলাপাথারী মারপিট করে, লাঞ্চিত করে হাটপাড়া বাদল মার্কেটের কাছে রাস্তায় এনে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় শাহনাজ বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলায় হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(Visited ২৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ