২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

নীলফামারীতে বিএনপির মানববন্ধন

নীলফামারীতে জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ডাকাতির প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার এর সভাপেিত্ব বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্সেদ আযম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বাবলা, জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স।

এছাড়া মানববন্ধনে অংশগ্রহন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শেফাউল আলম চৌধুরী নুলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী না রেখে মুক্তি চাই। সেইসাথে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুণঃনির্বাচনের দাবি জানান বক্তারা।

(Visited ৪১ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ