সোমবার বিকাল ৫টা থেকে ফেনী সদর লালপোল সোলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ইসলামী হোমিওরিসার্চ সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক,সার্জিক্যাল ক্যাপ,ঔষধ বিতরণ করা হয়।
শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্র’র চেয়ারম্যান ডা.শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে চিকিৎসা সেবা আরম্ভ হয়,ফ্রী চিকিৎসা সেবা দিচ্ছেন,ইসলামী হোমিওরিসার্চ সেন্টারের পরিচালক,বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ও দৈনিক স্বদেশ বিচিত্রা স্বাস্থ্য পাতার সম্পাদক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
সেসময় উপস্থিত ছিলেন সোলতানিয়ার শিক্ষক মাওলানা নুর করিম,সোলতানিয়ার মুয়াজ্জিন মুহাম্মদ জমির উদ্দিন, ফেনী শাখার সহকারী রফিকুল ইসলাম, চট্টগ্রাম শাখার সহকারী. মুহাম্মাদ ইব্রাহিম প্রমুখ।
উল্লেখ্য, ডাঃ মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ প্রতি মাসে বিভিন্ন জায়গায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন।