সিপিএসসি, র্যাব-১০ এর ভারাপ্রপ্ত কোমাম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এসপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল ডিএমপি ঢাকার বংশাল থানাধীন ১৫৪/শহীদ নজরুল ইসলাম স্বরণী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সেখান থেকে১৮৯ (একশত উননব্বই) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জালাল উদ্দিন(৪৩), পিতা- মোঃ হোসেন মিয়া, মাতা- আমেনা আক্তার, সাং- কুরবান, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বংশাল থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।