র্যাব-১০, উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃতে একটি আভিযানিক দল গতকাল কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৬২ (নয় হাজার নয়শত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যাক্তির নাম মোঃ আরমান(২৫), পিতা- আব্দুর ছোবাহান, মাতা- রাবেয়া বিবি, গ্রাম- চর সামাইয়া, থানা- ভোলা সদর, জেলা-ভোলা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১ টি লরি ও ১ টি মোবাইল জব্দ করা হয়।
এছাড়া একইদিনে র্যাব-১০, সিপিসি-৩, এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে ডিএমপি ঢাকার কদমতলী এবং চকবাজার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১, মোঃ সৌরভ(৩৬), ২, মোহাম্মদ ইলিয়াস (৩৪), ৩, নুরুল ইসলাম (১৮), কে ৪,০২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এসময় তাদের নিকট হতে ৩ টি মোবাইল ফোন এবং নগদ ১,৬০০/- টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও ঢাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।