২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের আওতাধীন সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, উপকরণ বিতরণ করতে আসেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।

এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। বক্তব্যকােলে প্রধান অতিথি বলেন, শীত আসার সাথে সাথে করোনা বাড়তে শুরু করেছে। তাই সকলেই মাস্ক পরিদান করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এসময় বিশেষ অতথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এবং ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম। এছাড়াও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বিভিন্ন পেশার উপকার ভোগিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ শেষে জেলা প্রশাসক আবুল ফজল মীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খাঁনের সভাপতিত্বি কর্মরত চিকিৎসকদের সাথে করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধ প্রস্তুতি ও মতবিনিময় সভা করেন এবং করোনা মোকাবেলায় দিকনির্দেশনা পরামর্শদেন।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ