২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

কোম্পানীগঞ্জে ১ মাদক ব্যবসায়ী ও ১ ডাকাত গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও ১ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত মিজানুর রহমান রুবেল (২৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে এবং আটক মাদক ব্যবসায়ী আবদুল শক্কুর (৫০) উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির মৃত সাহাবুদ্দিনের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩ টায় আটক দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শকত (তদন্ত) মো.রবিউল হক গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত মিজানুর রহমান রুবেলকে আটক করা হয়।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।এর আগে, ২০১৮ সালে তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার করে।পরে সে জামিনে এসে পুনরায় ডাকাতির সাথে যুক্ত হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল শক্কুরকে আটক করে।পরে এসআই মো.মাহফুজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক গণমাধ্যম কে জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে ডাকাতি ও মাদক মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(Visited ৭ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ