২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

পটিয়ার মাওলানা আহমদ কবির ফারুকী আর নেই

পটিয়ায় ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র আরবি শিক্ষক আলহাজ্ব মাওলানা আহমদ কবির ফারুকী (৭২) ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহে…….রাজেউন)।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে রেফার্ড করেন সেখানেই চিকিৎসা ধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি ৭ মেয়ে ও ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল ১১ টার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
এদিকে মাওলানা আহমদ কবির ফারুকীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন আশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম, আশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, আশিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৮’ ব্যাচ, আশিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ সহ আরো অনেকেই।

শোক বার্তায় তারা বলেন, মাওলানা আহমদ কবির ফারুকীর ইসলামী শিক্ষা ও নীতি আর্দশে অবিচল ছিলেন। তার শিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনেকেই বিভিন্ন স্হানে প্রতিষ্টিত। তার মৃত্যুতে শোকাভিভূত। আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক এবং মরহুমের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ