২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনী জেলা পরিষদ নির্বাচনে পরশুরামের খায়রুল বাশার মজুমদার তপনকে বিজয়ী ঘোষণা

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামী লীগ মনোনীত পার্থী পরশুরামের খায়রুল বাশার মজুমদার তপনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছে। সোমবার (২৩ নবেম্বর) বিকেলের দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন পাটোয়ারী এ ঘোষণা দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্ধন্দ্বীতায় বিজয়ী হবার অনুভূতি প্রকাশ করতে গিয়ে খায়রুল বাশার মজুমদার তপন বলেন, এইটি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যতম প্রপ্তি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় চার নেতাসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান তপন। নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, জেলা আওয়ামী লীগে এর সাবেক সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী’র রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারিত ছিলো। খায়রুল বাশার প্রর্থীতা প্রত্যাহার না করায় উপ নির্বাচনে একক প্রার্থী হিসেবে তাকে বিনাপ্রতিদ্ধন্দ্বীতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নাছির উদ্দিন জানান, আগামী একসপ্তাহের মধ্যে গেজেট বিআজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।

নাছির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনী জেলা পরিষদের অধিবেশনে আজিজ আহমেদ চৌধুরী মৃত্যুতে শূন্য পদে নির্বাচনের লক্ষ্যে গত ৩ নবেম্বর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৫ নবেম্বর ছিলো মনোনয়ন দাখিলের শেষ সময়। নিদিষ্ট সময়ের মধ্যে একমাত্র পার্থী খায়রুল বাশার মজুমদার মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ১৭ নভেম্বর যাচাই বাঁছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন।

ঘোষণাকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদু রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী উপজেলার পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ চৌধুরী লিপটন, ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম পৌরসভার মেয়ের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী’র মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

(Visited ৭৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ