২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

সাংবাদিকরা নিত্য জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করছেন: পাইলট

মাদারিপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির স্থানীয় সভাপতি অধ্যাপক ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের কেন্দ্রীয় আহবায়ক শহীদুল ইসলাম পাইলট।

দৈনিক মাদারিপুর সংবাদ কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএমএসএফের আহবায়ক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর।

বক্তব্য রাখেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির স্থানীয় সম্পাদক ফরিদ হোসেন মুফতি,
কেন্দ্রীয় আহবায়ক সদস্য মো: খায়ের উদ্দিন, ডিবিসি প্রতিনিধি মনির হোসেন বিলাস, শরীয়তপুর জেলা বিএমএসএফের সাবেক সহ-সভাপতি ছগির হোসেন সিকদার, অর্থ সম্পাদক আনিসুর রহমান, বেলাল হোসাইন, মাদারিপুর জেলা কমিটির নেতা আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক সাবরিন জেরিন, কালকিনির বিএম হানিফ, সংবাদের আশরাফুর রহমান ও আমার সংবাদের রাজু আহমেদ প্রমূখ।

সভায় শহীদুল ইসলাম পাইলট বলেন, সাংবাদিকদের দাবি ও অধিকার আদায়ে দেশের সকল সাংবাদিক ও সংগঠনসমুহ নেতৃবৃন্দকে এগিয়ে আসা উচিত। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিত্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করছেন। তাদের সুযোগ-সুবিধার কথাও সরকারের ভেবে দেখা উচিত।

আহমেদ আবু জাফর বলেন, এখনো সময় অাছে উঁচু-নীচু ভেদাভেদ ভুলে পেশার মর্যাদা রক্ষার স্বার্থে ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন। নয়তো যে হারে অশিক্ষিত ও অপ-সাংবাদিকের সংখ্যা বাড়ছে এমন সময় আর পরিচয়টা দেয়ার সুযোগ থাকবেনা। সাংবাদিকদের তালিকা প্রণয়ন আজ সময়ের দাবিতে পরিনত হয়েছে। সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে তিন বছর ধরে তালবাহানা চলছে। দ্রুত সারাদেশের সাংবাদিকের তালিকা প্রণয়ন করে পেশার মর্যাদা রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

(Visited ৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ