কবিতা
লাল সূর্য
হাবিবুর রহমান বাবু
ভুলিনি আজো মোরা
ভুলবো না কোনদিন
অনেক ভালোবাসি তোমাদের
জানোকি তোমরা কারা?
৭১ এর মুক্তিযুদ্ধে
জীবন দিয়েছো যারা।
শহীদ হয়েছো কত ভাইয়েরা
কতজনে করেছো পঙ্গুত্ব বরণ
চিরকাল এই বাঙালি জাতি
তোমাদের রাখিবে স্মরণ।
কতো মা-বোনের সম্মানের বিনিময়ে
আজকের এই লাল সূর্য
কতইনা তোমরা করেছো কষ্ট,
ধরেছো কতইনা ধৈর্য্য।
বিজয় দেখেছি স্বাধীন হয়েছি
সবইতো তোমাদেরই জন্য
তোমাদের লাগি কিছু করিতে পারিলে
মোদের জীবন হতো ধন্য।
(Visited ৪৭ times, ১ visits today)