২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

জাফরুল্লাহ’র বিরুদ্ধে মামলা

ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ এ মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

গেলো সেপ্টেম্বর মাসে মৃত্যুর ঘটনা ঘটে। আর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়।

জানা গেছে, ডা. জাফরুল্লাহ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।

মামলার আবেদনে বলা হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি মিমাংসা করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও আপস করার কথা বলেন। এরপর কয়েক দফায় দুপক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি।

(Visited ২০ times, ১ visits today)

আরও পড়ুন

কুমিল্লার মেয়র হলেন আরফানুল হক রিফাত
তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ হাসান ছোটন
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন : ওবায়দুল কাদের
তারেকের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ
বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে আহ্বান
শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য অবসানে প্রতিবাদ সমাবেশ
আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয়
‘বিএনপি নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপারের নির্দেশের অপেক্ষায় থাকে’