১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধনের আয়োজন করে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। ১০ ই ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৃথিবীব্যাপী পিছিয়ে পড়া নাগরিকের অধিকার সংরক্ষণ, আইনের যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বিশ্ব মানবাধিকার দিবস পালন কালে লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামসুল করিম খোকন, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক আহসান উল্লাহ তুহিন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থা জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন, মুক্তিযোদ্ধা মহিলা বিষয়ক সংস্থা জেলা শাখার আহ্বায়ক সুলতানা আক্তার, উপজেলা মাসুদুর রহমান সহ আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ইয়াংস্টার সোসাইটি সংগঠনের কার্যকরী কমিটি ও নির্বাহী সদস্য ও সদস্যাগণ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মী মানবতাবাদীবৃন্দ।

৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন কালে মানবাধিকার সংগঠন নেতারা তাদের বক্তব্যে বিভিন্ন অনিয়ম দূঃশাসন বিচারহীনতা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে একাত্মতা পোষণ করে আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে চান। তারা নির্যাতিতার পক্ষে আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা কমিটিসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ