১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

মুখ্য সচিব কায়কাউস  অবসরে যাচ্ছেন

চাকরির মেয়াদ শেষে বছরের শেষ দিন অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।  এই কর্মকর্তাকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেইসঙ্গে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী পিআরএলে থাকাকালীন সুবিধা পাবেন।

মেয়াপূর্তিতে মুখ্য সচিব কায়কাউসের অবসরের আদেশ হলেও বুধবার বিকাল পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মত মুখ্য সচিব আহমেদ কায়কাউসও চুক্তিতে একই পদে ‘নিয়োগ পেতে পারেন’ বলে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন ছিল।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

 

(Visited ৫ times, ১ visits today)

আরও পড়ুন

‘৫ বছরের মধ্যে বিআইডব্লিউটিসি মডেল প্রতিষ্ঠানে রূপ নিবে’
মুক্তি পেল পদ্মা সেতু নিয়ে তাহসিন খানের গান
পরিকল্পিত পর্যটন শিল্প ও পদ্মাসেতু
‘বিশ্ব নন্দিত এক নক্ষত্র শেখ মুজিবুর রহমান ’ গ্রন্থের মোড়ক উম্মোচন
ওমিক্রন ঠেকাতে স্বাস্থবিধি মেনে চলার বিকল্প নেই: ডাঃ আয়েশা আক্তার
দেশে করোনায় মৃত্যু বাড়ল
এসে গেল বিজয়ের মাস
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন পেয়েছে জাগ্রত মানবিকতা