২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

পটিয়া পৌর নির্বাচন

মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল আলম

আসন্ন পটিয়া পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা এই রাজনীতিবীদ দলের মনোনয়ন পেলে আবারও মেয়র পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন। পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের মরহুম আবদুল আলীম ও হাজী হাসান বানুর সুযোগ্য পুত্র তৌহিদুল আলম পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে।

তৌহিদুল আলম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মেয়র নির্বাচিত হলে পটিয়া পৌরসভাকে কেবল মাদক, সন্ত্রাস দূর্নীতিমুক্ত, পরিকল্পিত, আধুনিক কিংবা আরো উন্নত পটিয়ায় রূপান্তর করবেন তা নয়, নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন। পৌরবাসীকে কথা দিচ্ছেন, বর্ধিত পৌরকর কমিয়ে আনবেন। পটিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব, জবাবদিহি ও বাসযোগ্য পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য সকল পৌরবাসির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
পৌরসভার নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ সবার সর্বসম্মতিক্রমে মেয়র নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করবো।

পরিকল্পনা মাফিক সবার সমন্বয়ে পৌরসভার উন্নয়নের কাজ বেগবান করবো। পটিয়া পৌরসভার যানজট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো।
পটিয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। পটিয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো।
সর্বপরি পটিয়া পৌরসভাকে একটি আদর্শ, আধুনিক, মানসম্মত ও পরিকল্পিত নগরীতে পরিণত করবো।

(Visited ৭৩ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ