২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ম্যারাডোনার প্রকাশিত চিঠিতে মিলল অজানা তথ্য

ম্যারাডোনার প্রকাশিত চিঠিতে মিলল বিস্ফোরক তথ্য। তাহলেই চলে যাওয়ার বিষয়টি টের পেয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা! ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে সই করে গিয়েছিলেন ওই চিঠিতে তিনি।

প্রকাশিত চিঠিতে লিখেছিলেন তিনি, ‘লেনিনের মত আমার দেহ সংরক্ষণ করা হোক।’ ‘গভীরভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।’

কম্যুনিজমের বিপ্লব তথা রুশ বিপ্লবের পর ১৯২৪ সালে মৃত্যুবরণ করেছিলেন ভ্লাদিমির লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।

ম্যারাডোনানার আইনজীবী মারিয়ো বাউড্রি জানিয়েছেন, বেলা ভিস্তার কবর থেকে ম্যারাডোনার দেহ তুলে আনার ভাবনার কথা। তিনি বলেন, ‘এমন কোথাও সমাধি করা হোক, যেখানে সব ভক্তরা আসতে পারবেন। নিজের এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেন।’

প্রসঙ্গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ম্যারাডোনা।

(Visited ৬ times, ১ visits today)

আরও পড়ুন

২ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
মালয়েশিয়াকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ
‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’ টেস্ট সিরিজ
অ্যান্টিগায় ৩১০ রানে ইনিংস ঘোষণা টাইগারদের
ফুটবল বিশ্বকাপ ট্রফি ঢাকায়
কে হচ্ছেন বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল
উইন্ডিজ সফরে হেরাথের স্পিন দায়িত্বে সামলাবেন ডমিঙ্গো-সুজন