২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

লক্ষ্মীপুরে হানাদারমুক্ত দিবস পালিত

১৯৭১ সালের ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়। এর আগে মুক্তিযুদ্ধের পুরো সময় পাকিস্তানি সেনা এবং তাদের দোসর আলবদর ও রাজাকাররা ব্যাপক হত্যাযজ্ঞ, লুটপাট, অগ্নিসংযোগ ও বহু নারীর সম্ভ্রম কেড়ে নেয়।

লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থানে ২২ বার সামনা-সামনি যুদ্ধসহ ২৯টি দুঃসাহসিক অভিযান চালান। এ জেলায় ৩৫ জন মুক্তিযোদ্ধাসহ শতাধিক মানুষ শহীদ হন।

মুক্তিযোদ্ধারা প্রথমে লক্ষ্মীপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালের ওপর নির্মিত মাদাম ব্রিজটি উড়িয়ে দেন। আজও স্মৃতি হিসেবে ব্রিজের লোহার পিলার দাঁড়িয়ে আছে।

এ জেলায় উল্লেখযোগ্য রণক্ষেত্রগুলো হলো কাজির দিঘীর পাড়, মিরগঞ্জ, চৌধুরী বাজার, দালাল বাজার, রায়পুর আলীয়া মাদ্রাসা, ডাকাতিয়া নদীর ঘাট, চর আলেকজান্ডার সিড গোডাউন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জের গোডাউন এলাকা।

শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, রামগতিতে দুই জন, কমলনগর এক জন, রায়পুরে সাত জন ও রামগঞ্জে দুই জন রয়েছেন।

১৯৭১ সালের ১ ডিসেম্বর রফিকুল হায়দার চৌধুরী, সুবেদার আব্দুল মতিন, আ ও ম শফিক উল্যা, হামদে রাব্বীর নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা সাঁড়াশি অভিযান শুরু করেন হানাদার বাহিনীর বিভিন্ন ক্যাম্পে। তুমুল লড়াই হয়। তবে হার মানতে হয় পাক হানাদার বাহিনীকে।

অবশেষে ৪ ডিসেম্বর আত্মসমর্পণ করে হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোশর আলবদর ও রাজাকাররা।

সেদিন মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে সাধারণ মানুষ দলে দলে ছুটে আসে। এ সময় জয় বাংলা স্লোগানে শহরে উৎসবমুখ পরিবেশ বিরাজ করে।

প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্তির এই দিনটি পালন করা হয়।

(Visited ১২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী