২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

লিখিত পরীক্ষার ফল পেছাচ্ছে ৪০তম বিসিএসের

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার কারণে এই বিলম্ব হবে।
সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল পিএসসি।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশ করতে সরকারি ছুটি এবং শনিবারও আমরা কাজ করছি। তবে বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার কারণে ফলাফল প্রকাশে দেরি হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অনেক খাতায় দুই পরীক্ষকের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে।

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ
বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই প্রাধ্যক্ষ নিয়োগ
হচ্ছে না জেএসসি-জেডিসি!
সকল স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ রাষ্ট্রপতি
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪১ হাজার ৮৬২
বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির