সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগীয় প্রধান কামরুন নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামালের সাক্ষর নকল করে শিক্ষার্থী কল্যাণ সংস্থা নামে একটি সংগঠনের কমিটির ভুয়া অনুমোদনের প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগীয় প্রধান কামরুন নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানান, এমন কোন কমিটির অনুমোদন পত্রে তারা সাক্ষর করেননি। এব্যাপারে তারা কিছু জানেন না।
এ ব্যাপারে শিক্ষার্থী কল্যাণ সংস্থার ভুয়া অনুমদিত কমিটির সভাপতি মাসুদ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর সংস্থার সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আসলে আমরা দুষ্টামি করে এটি না বুঝে করেছি। এখন ডিলিট করে দিয়েছি। আমাদের ভুল হয়ে গেছে। আমরা স্যার এবং ম্যামের সাথে কল দিয়ে ক্ষমা চেয়েছি।