দুর্নীতির দায়ে স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান জে ইয়ং লিকে প্রায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালত। সোমবার ৫২ বছর বয়সী লি-কে এই দণ্ডাদেশ দেন সিউল হাইকোর্ট।
এদিকে, লির দণ্ডাদেশের খবরে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম পড়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দুর্নীতির দায়ে ২০১৭-র ফ্রেব্রয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন লি। ওই বছরের আগস্টে লিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। আপিলে তাঁর দণ্ড কমে অর্ধেক হয়।
পরে দেশটির সুপ্রিম কোর্ট মামলাটি ফের শুনানির জন্য সিউল হাইকোর্টে পাঠান। এরই জেরে সিউল হাইকোর্ট সোমবার এ রায় ঘোষণা করলেন। ২০১৪ সাল থেকে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং-র প্রধান ছিলেন জে ইয়ং লি।
(Visited 1 times, 1 visits today)