৩৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা দুই হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে স্বাস্থ্য পরীক্ষা। শুরু হবে প্রতিদিন সকাল ৮ টা থেকে।
যেসব স্থানে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।
এর আগে, ২০১৮ সালের ৩ আগস্ট রাজধানীর ৩২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৩৯ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা। যেখানে অংশ নেন প্রায় ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী। সেই পরীক্ষায় ৯৩ শতাংশ ছিল উপস্থিতির হার। এরপর ঐ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর। গত বছরের ৭ মার্চ নেয়া হয়েছে মৌখিক পরীক্ষা। সবশেষ পিএসসি ঘোষণা করে চূড়ান্ত ফলাফল। পিএসসি ঘোষিত উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাস্থ্যপরীক্ষা।