১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ পাঁচ পাচারকারী আটক

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে ওই থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরা থানা এলাকা থেকে এবার ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে আটককৃদের পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জনকে আটক করা হয়েছিল। ওই সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশকে সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

(Visited ১৩ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’