২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

টিকা দিতে প্রস্তুত ডিএসসিসির ৩ হাসপাতাল

করোনা টিকা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার তিনটি হাসপাতালে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ জানুয়ারি) পুরান ঢাকার ধোলাইখালে পানির পাম্প স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় সবাইকে নির্ভয়ে করোনা টিকা নেয়ারও আহ্বান জানান তাপস।

তিনি বলেন, ঢাকা দক্ষিণের দুটি হাসপাতাল এবং একটি মাতৃসদন করোনা ভ্যাকসিন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে এ তিনটি হাসপাতালের ডাক্তার এবং নার্সদের টিকা প্রদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কার্যক্রম সমন্বয় করছে।

মেয়র তাপস আরও বলেন, এই টিকা নেয়ার বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আপনারা নির্ভয়ে টিকা নিন। সারাবিশ্বের মানুষ টিকা নিচ্ছেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এদিকে, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বুধবার করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রথম টিকা নিয়েছেন হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

 

(Visited ৮ times, ১ visits today)

আরও পড়ুন

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
ঈদে বাড়ি যেতে মানতে হবে ১২ নির্দেশনা
মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে শাস্তি
বাড়ছে করোনা আসছে কঠোর নির্দেশনা!
মাত্র কয়েক ঘণ্টা পর সাধারণের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু
পদ্মা সেতু সাঁতরে মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী
মাদারীপুর শিবচরের জনসভায় প্রধানমন্ত্রী