২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাসিদা অব ঢাকা’

অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’ প্রামাণ্যচিত্র ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২-এ দেখানো হবে।
আজ ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।
নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, পুরনো ঢাকায় সেহরির আগে কাসিদা গাওয়া হত। প্রযুক্তি আর বিশ্বায়নের প্রভাবে এটা এখন হারানোর পথে। বর্তমানে এই সংস্কৃতির কফিনে শেষ পেরেক ঠুকছে ধর্মীয় উগ্রতা।

প্রতিদিন কাসিদার মত এরকম কত সমৃদ্ধ সংষ্কৃতিকে আমরা কফিনে মুড়িয়ে জাদুঘরে পাঠিয়ে দিচ্ছি তার হিসেব নেই। পরিপূর্ণরূপে হারিয়ে যাওয়ার আগে ঢাকাই সংগীতের এই ধারাকে প্রামাণ্যচিত্রে তুলে ধরার প্রাণান্তকর চেষ্টা করেছি।

সম্প্রতি চলচ্চিত্রটি দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। চলচ্চিত্রটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

ক্যামেরার পেছনেও কাজ করার পরিকল্পনা রয়েছে: আজম খান
নিষিদ্ধ হলো শিয়াদের বির্তকিত ‘লেডি অভ হ্যাভেন’সিনেমা
বসুন্ধরা ডিজিটাল এ নতুন নাটক ‘মিডল ক্লাস লাভ স্টোরি’
চলচ্চিত্রের বিকাশ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় সহায়ক
আলী কুলি মির্জার সাথে এপিরাসের নতুন গান ‘তুরা তুরা’!
স্বামী নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ
অভিনেত্রী শমী কায়সারকে মানহানির মামলা থেকে অব্যাহতি
দীঘির সিনেমার ট্রেলার নিয়ে সমালোচনা, জবাবে যা বললেন নির্মাতা