২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

দেশের ২৯ ব্যাংক প্রতিষ্ঠান কমায়নি সুদের হার

শুভ্র চৌধুরী, বিশেষ সংবাদদাতা: সময়মতো সুদহার কমায়নি দেশী-বিদেশি ২৯ ব্যাংক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক গত বছরের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্দিষ্ট করে দেয়। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসেছে, দেশি-বিদেশি ২৯টি বেসরকারি ব্যাংক সময়মতো সুদ কমায়নি।

এমনকি গত বছরের জুনেও এসব ব্যাংকের সুদহার ৯ শতাংশের বেশি ছিল। ফলে দেশে কার্যরত ৫৯টি ব্যাংকের মধ্যে প্রায় অর্ধেক ব্যাংক সময়মতো তাদের সুদ কমায়নি।

আজ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিতব্য ব্যাংকার্স সভায় এ নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে জানা গেছে। সরকারের নির্দেশে ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এরপর ওই বছরের ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভায় সিদ্ধান্ত হয়, কাদের সুদহার কত, তা নিয়ে বিশেষ পরিদর্শন করা হবে। যাদের সুদহার ৯ শতাংশের বেশি, তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগগুলো মাঠপর্যায়ে পরিদর্শন শেষ করেছে। এতে বেরিয়ে আসে, গত বছরের ৩০ জুন পর্যন্ত ২৯টি বেসরকারি ব্যাংকের সুদহার ৯ শতাংশের বেশি ছিল।

ব্যাংক গুলো হলো- এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পদ্মা ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, এসআইবিএল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, আইসিবি ইসলামিক ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগের কর্মকর্তারা জানান, যে সময়ে পরিদর্শন করা হয়, ওই সময়ে ব্যাংকগুলো সুদহার ৯ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল। তবে অনেক ব্যাংক তা বাস্তবায়ন করেনি। আবার করলেও সব ধরনের ঋণপণ্যে সুদের হার কমায়নি।

#মোরশেদ আলম/মানব বার্তা

(Visited ৫০ times, ১ visits today)

আরও পড়ুন

টাটা পাওয়ার ডিডিএল ও ব্লকনটসের মধ্যে চুক্তি
ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
যে কোন ব্রান্ডের মোবাইল ক্রয়ে পাচ্ছেন আজীবন সার্ভিস ওয়ারেন্টি
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
আমেরিকা থেকে বিনিয়োগ পেল ‘অন দ্য ওয়ে’
ঈদ আনন্দ মুখর হয়ে উঠুক ফয়’স লেক এ