২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

প্রায় ৩ কোটি টাকার ইয়াবা সহ আটক ২

২ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা সহ দুজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন।

আটকৃতরা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার শেয়ারিপাড়া গ্রামের মো. সাবের (২৬) এবং কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. করিম মোল্লা (২১)।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র অধীন জালিয়ারদ্বীপ এলাকায় অবস্থান নেয়।

গভীর রাতে দুজন জন ইয়াবা পাচারকারী অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে মিয়ানমার হতে নাফ নদী সাঁতরিয়ে জালিয়ারদ্বীপে এসে গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি টহলদলটি আনুমানিক সকাল সাড়ে ৮টায় জালিয়ারদ্বীপ এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে এবং দুটি প্লাষ্টিকের বস্তাসহ দুজনকে আটক করে।

পরবর্তীতে আটককৃতদের সাথের থাকা প্লাষ্টিকের বস্তাগুলো তল্লাশী করে ২ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

আটককৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

(Visited ১৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ