২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

বুড়িগঙ্গার তীরে ৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার কামরাঙ্গীরচর ঠোঁটা এলাকায় বুধবার (২০ জানুয়ারি) উচ্ছেদের তৃতীয় দিনে তিনতলা ভবনসহ ৭৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পাঁচ একর নদীর জমি উদ্ধার করে অবমুক্ত করেছে বিআইডাব্লিউটিএ।

উচ্ছেদ পরিচালনায় থাকা কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানায়, তিনতলা ভবন তিনটি, দুইতলা ভবন ৭টি, একতলা পাঁচটি, আধাপাকা ৩৫ টি বাঁশের তৈরি ২ তলা সেট একটি, টিনসেড ঘর ১০ টি ও টং দোকান ১২ টি সহ মোট ৭৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া দখলকারীর হাত থেকে পাঁচ একর সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী জানান, গত বছর প্রথম ধাপে দ্বিতীয় দফায় উচ্ছেদের পর দখলকারীরা পুনরায় বুড়িগঙ্গা নদীর জমি দখল করে নেয়। বুধবার ওই পাঁচ একর জমি ও ৭৩ টি অবৈধ স্থাপনা পুনরায় উদ্ধার করা হয়।

(Visited ৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’