১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

মারা গেল সেই জোড়া মাথার মেয়ে শিশুটি

মাগুরায় একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া সেই জোড়া মাথার মেয়ে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।

বুধবার (৬ জানুয়ারি) রাতে হাসপাতালের জরুরি বিভাগে শিশুটি মারা যায় বলে জানান মেডিক্যাল অফিসার ডা. আয়েশা সিদ্দিকী।

তিনি জানান, শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।

এরআগে, রাত ৮টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শিশুটির বাবা পলাশ মোল্লা জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটির মা সোনালী খাতুন তাকে ঢামেক হাসপাতালে আসে।

তিনি আরও জানান, গর্ভের সন্তানের জটিলতা রয়েছে জেনে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহ আগে তার স্ত্রী সোনালীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগ থেকে ছয় সপ্তাহ পর সোনালীকে হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়। বাসায় গতকাল মঙ্গলবার আকস্মিকভাবে সোনালীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সদর হাসপাতাল রোডের জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে অস্ত্রোপচারে শিশুটির জন্ম হয়।

পলাশ মোল্লা আরো বলেন, নবজাতকটি তাদের দ্বিতীয় সন্তান। পাঁচ বছরের এক সন্তান আছে তাদের। তিনি একজন অতিদরিদ্র কৃষক।

(Visited ২৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’