২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

সিরিজ জয়ের লড়ায়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ‘২’ পরিবর্তন

বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে চট্টগ্রামে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় শেষ ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। সিরিজে এবারই প্রথম আগে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ, যা নিশ্চিত করে স্বাগতিকদের সিরিজ জয়। প্রথম উইকেটে ৬ উইকেটের জেতার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ক্যারিবীয় একাদশে এসেছে দুটি পরিবর্তন। নতুন কারও অভিষেক না হলেও একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আগের দুই ম্যাচেই খেলা দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও। অভিষেক ঘটিয়ে একাদশে সুযোগ পেয়েছেন জাহমার হ্যামিল্টন ও কিওর হার্ডিং। বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি।

একনজরে দুই দলের একাদশ 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশসুনীল অ্যামব্রিস, কিওর্ন অটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, আকিল হোসেইন, রেয়মন রেইফার, আলজারি জোসেফ ও কিওন হার্ডিং।

 

(Visited ১১ times, ১ visits today)

আরও পড়ুন

২ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
মালয়েশিয়াকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ
‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’ টেস্ট সিরিজ
অ্যান্টিগায় ৩১০ রানে ইনিংস ঘোষণা টাইগারদের
ফুটবল বিশ্বকাপ ট্রফি ঢাকায়
কে হচ্ছেন বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল
উইন্ডিজ সফরে হেরাথের স্পিন দায়িত্বে সামলাবেন ডমিঙ্গো-সুজন