জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত ১০ জন আহত ও চারজনকে আটক করার অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগরের দিকে অগ্রসর হলে পুলিশ এ লাঠিচার্জ করে।
মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা সজীব মজুমদারসহ কেরাণীগঞ্জের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘মশাল মিছিল কিছুদূর যাওয়ার পর পুলিশ আমাদের মিছিলে হামলা করে। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের লাঠি পেটায় আহত হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা যুবদলের আতিকুর রহমান মানিক, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাহীন, ছাত্রদল মাসুদুর রহমান, ওমর ফারুক কাউসারসহ বেশ কয়েকজন নেতাকর্মী।’
পুলিশ এসময় যুবদল নেতা শরীফসহ চারজনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।