রাজধানীর মানিকনগর কুমিল্লা পট্টি বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। প্রায় দেড় ঘণ্টা কাজ করার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এ সময়ে বস্তিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিক জানা যায়নি।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। যা বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মানিকনগর কুমিল্লা পট্টি বস্তির আগুন বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট গিয়েছিল। এর মধ্যে ৭টি ইউনিট কাজ করে।
তিনি বলেন, সেখানে দুইতলা টিনশেডের একটি বস্তি ছিল। এছাড়া একটি রিকশার গ্যারেজ ছিল। আগুনে বস্তি ও গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮০-১০০ জন মানুষ বস্তিটিতে বসবাস করতেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর আমরা পাইনি।