বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছেন ।যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেঙয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গ্রেস মেঙয়ের সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নথিভুক্ত করতে অনুরোধ জানান তিনি।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রেস মেঙকে আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
(Visited 1 times, 1 visits today)