সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নাহিদ সুলতানা যুথি।
এদিন আরও টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিন ও পুলিশের আইজি বেনজির আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও করোনার টিকা নেন।
এদিকে দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ ও ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন নারী। এর মধ্যে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।