বিশ্বে মোট ১১ কোটি ৩২ হাজার করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। এর মধ্যে একদিনে নতুন শনাক্ত সোয়া ৩ লাখ। ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ হাজারের বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২৪ লাখ ২৮ হাজারের বেশি।
যুক্তরাজ্যে ৮শ জনের মৃত্যু ও সাড়ে ১০ হাজার নতুন শনাক্ত হয়েছে। সংক্রমণ কমায় কারফিউ প্রত্যাহারের জন্য সরকারকে আদেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৭শ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি প্রায় ৫ লাখ। নতুন ৬৩ হাজার শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ। ব্রাজিলে একদিনে মারা গেছে প্রায় ১১শ জন। নতুন শনাক্ত ৫৫ হাজার।
(Visited 1 times, 1 visits today)